আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাহাজানপুর উপজেলার চুপিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি আহম্মেদ (২১), একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে নাইম (১৯) ও তজমাল হোসেনের ছেলে আল আমিন (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ওই তিন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি নম্বর বিহীন এ্যাপাসি টিভিএস মোটরসাইকেল যোগে স্কুল ব্যাগ ভর্তি করে ফেনসিডিল বহন করে বগুড়ার উদ্যেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত্রি কালিন টহল পুলিশ মহাসড়কের বড় আখিড়া চারমাথা নামকস্থানে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তাদের মোটরসাইকেল থামিয়ে বহন করা স্কুল ব্যাগ তল্লাশি করে। এসময় ব্যাগের ভিতর সাজিয়ে রাখা ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তাদের ব্যবহৃত নম্বর বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)