গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সরকারী বিধি মোতাবেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকা প্রনয়নে দুর্নীতি ও প্রভাবমুক্ত ভাবে করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়ের সামনে আধাঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল প্রধান বিএসসি, সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, যুব মৈত্রীর সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা সরকারী বিধি অনুযায়ী ব্যাপক প্রচারের মাধ্যমে অসহায় গরিব-দুঃখী বঞ্চিতদের চিহ্নিত করে তালিকা জনসম্মুখে প্রকাশ, জাতীয় পরিচয়পত্র যাচাই-বাচাই করে জ্যৈষ্ঠতার ভিত্তিতে তালিকা প্রনয়ন, উন্মুক্ত পদ্ধতিতে লটারির মাধ্যমে অসহায় গরিব-দুঃখী বঞ্চিতদের তালিকা তৈরীসহ সকল ভাতার তালিকা প্রস্তুতির কর্মকান্ড দুর্নীতি ও প্রভাবমুক্ত ভাবে করার দাবী জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষেভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৪দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)