মোহাম্মদ মিজানুর রহমান

ঐ লাল টকটকে সূর্যটা সেঁটে আছে
ঐ সবুজ প্রাšতরের মাঝ বুকে:
                শহীদি রক্তের বাঁধনে।

চেতনার দীপ্ত মশাল
সবুজের বুকে লাল
আহা! এইতো আমার বিজয় নিশান
গড়েছে বাঙালী যা:
কি যে অসাধ্য সাধনে।

লাল-সবুজে মিশান
আমার বিজয় নিশান।
এ আমার স্বাধীনতার পতাকা
আমার গৌরবের রাজটীকা
যেখানে যেথায় মিশে আছে ভাই
বাঙালীর সকল দ্রোহের হিসাব
অঢেল রক্ত-আগুন-অশ্র“জল।

প্রতিটি ক্ষণ-অনুক্ষণ
প্রত্যহ-প্রতিদিন
বাংলার সবুজ জমিনে পোঁতা
চেতনার ঐ লাল মশাল
আমাকে স্পর্ধিত করে
আমাকে দ্রোহী করে
মনের সরোবরে ফোটায়
চেতনার শতদল।

============