আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মসজিদের নেতৃত্ব দেয়া নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ইমামের ডান হাত ভেঙ্গে দিয়েছে। গুরুত্বর আহত জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ এলাহী বক্সকে (৬০) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার উত্তর পশ্চিম চন্দ্রহার গ্রামের।

বৃহস্পতিবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, ওই গ্রামের এক কলেজ পড়ুয়া কন্যাকে গালিগালাজ করে ধরে নেয়ার চেষ্টার অভিযোগ এনে ইমাম মাওলানা এলাহী বক্স মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার বিকেলে ঘটনাস্থলে অভিযোগের তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন, এলাহী বক্সসহ তিনজন প্রতিবেশি জমি ওয়াকফা করে উত্তর-পশ্চিম চন্দ্রহার গ্রামে একটি জামে মসজিদ নির্মাণ করেন। জমিদাতা ও ইমাম মাওলানা মোঃ এলাহী বক্স মসজিদের নেতৃত্ব দেয়ায় স্থানীয় মাওলানা মোঃ আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ নিয়ে ওই দুই ইমামের সমর্থকদের মধ্যে প্রায় বাগ্বিতন্ডার ঘটনা ঘটে। এক গ্রুপ নামাজ আদায় করার সময় অন্য গ্রুপ মসজিদে নামাজ আদায় করতে যায়না। ওই দুই ইমাম গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরধরে এলাহী বক্স জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শেষে তিনি ফিরে আসার পর সন্ধ্যায় ইমাম আলাউদ্দিনের সমর্থক আলামিন সরদার ও আবু বক্কর শরীফের নেতৃত্বে এলাহী বক্সের বাড়িতে হামলা চালিয়ে তাকে (এলাহী বক্স) পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার) তাৎক্ষনিক থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

গৌরনদী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাফিউল আলম জানান, গুরুতর আহত অবস্থায় ইমাম মাওলানা মোঃ এলাহী বক্সকে হাসপাতালে আনার পর এক্স-রে করে দেখা গেছে তার ডান হাত মারাত্মক ভাবে ভেঙ্গে গেছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২০)