গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।

এছাড়া একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধরের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরীপুর পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গৌরীপুর প্রেসক্লাব, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ, গৌরীপুর মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণ।

অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রভাতফেরি, চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধরের সভাপতিত্বে গৌরপিুর পাবলিক হলে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, অফিসার ইন চার্জ বোরহানউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, আবুল হাসিম, ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।

আলোচনা সভা শেষে গৌরীপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে। এছাড়াও সমগ্র উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারে প্রায় তিন শতাধিক শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২০)