হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়ক ও হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের মরম আলীর ছেলে দেওয়ান আলী ও নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের শহীদুল ইসলাম।

পুলিশ ও আহত সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মুড়াকড়ি এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ৪ যাত্রী নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল। অটোরিকশাটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় পৌঁছুলে হবিগঞ্জ থেকে লাখাইগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়ে গেলে এর চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক যাত্রী দেওয়ান আলীকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা যাত্রী চন্দন শীল ও পাবেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ জানান, বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছে।

অপরদিকে, হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার শিবপুর বাজার এলাকায় দ্রুতগতির ট্রাক চাপায় বাজার পাহারাদার শহীদুল ইসলাম নিহত হয়েছেন। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

(পিডিএস/এইচআর/আগস্ট ০৮, ২০১৪)