কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ল্যান্ডক্রজার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক পর্যটক সেজান (২০) নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল অরোহী পর্যটক অফিদ (২০)। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে কুয়াকাটার কচ্ছপখালী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ ঘাতক মাইক্রোবাস ও তার চালককে আটক করেছে।

কলাপাড়ার মহিপুর থানার এস আই সাইদুল ইসলাম জানান, বরিশালের আমানতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে কলেজ ছাত্র সেজান ও একই এলাকার আব্দুল কালাম তালুকদারের ছেলে আফিদ মোটরসাইকেল যোগে কুয়াকাটায় ভ্রমনে আসতে ছিলো। তাদের মোটরসাইকেলটি কচ্ছপখালী এলাকায় পৌছে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ল্যান্ডক্রুজার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে দুজনই আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সেজানকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আফিদকে বরিশাল প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।

এ সড়কের মধ্যে দীর্ঘদিন ধরে কুয়াকাটায় আসা যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক ও পিকআপ রাস্তার এক পাশে ষ্টান্ড করে রাখায় প্রায়ই কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকরা দূর্ঘটনার শিকার হলেও রাস্তা থেকে বাস সড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে না।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)