মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে পাচার কালে সরকারি সিল ব্যবহৃত ৫০০ বস্তা গম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বহনকারি ৫ চালককে আটক করে শনিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের মুতিয়াখালী বাজারের পাশে ৫শ বস্তা গম বহনকারী ৪টি ট্রলি ও ১ ট্রাক সহ ৫ চালককে আটক করে পুলিশ।

জব্দকৃত গমের প্রকৃত মালিক না থাকায় থানায় সাধারণ ডায়েরি করে আটক চালকদের শনিবার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আটককৃত চালকরা হলো, ওয়াদুদ(৪৫), আনোয়ার হোসেন(৩০) রাজীকুল(২৮),মোঃ আলী হোসেন(৪০) গৌরাঙ্গ দাস(২৩)। তারা সকলেই মদন উপজেলার বাসিন্দা।

ট্রাকের মালিক আবু সায়েম ও হেন্ডট্রলির মালিক আব্দুল হক জানান, আমাদের গাড়ি কাইটাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ভাড়া করে নিয়ে যায়। সে অবৈধ গমের বস্তা পাচার করবে তা আমাদের জানা ছিল না।

মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, সরকারি সিল ব্যবহৃত ৫শ বস্তা গম জব্দ করা হয়েছে। জব্দকৃত গমের দাবিদার না থাকায় এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করে বহনকারি ৫ চালককে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

(এএম/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)