লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পৃথক দু’টি অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ও বিষেশ অভিযানে ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সদর উপজেলার গোকুন্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করে।

এরা হলেন-পাশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আবু সামা (২৬) ও একই জেলার নাগেশ্বড়ি উপজেলার দুখু মিয়া (২৫)।

লালমনিরহাট সদর থানা পুলিশ অপর একটি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।

এছাড়াও লালমনিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭ আসামি গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, সাজার আদেশপ্রাপ্ত পলাতক, হত্যা মামলার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নাশকতা মামলার
আসামি রয়েছেন।

গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনিয়ে জেলা পুলিশ বিগত তিনদিন বিশেষ অভিযান চালিয়ে একশ’ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহেদুল ইসলাম জানান, পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

(ওএস/এইচআর/আগস্ট ০৮, ২০১৪)