আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথমবর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শনিবার সকালে নগরীর সরকারী ব্রজমোহন কলেজ কেন্দ্রের ২৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকা বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ জানান, শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনায় জেলা প্রশাসনের পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ওইদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় সরকারী ব্রজমোহন কলেজ কেন্দ্রের ২৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। তিনি আরও জানান, এলএলবি প্রথমবর্ষের আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)