আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা বাজারে তিন দিনব্যাপি ৪৫তম মহানামযজ্ঞ অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে। 

বাজার কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত জানান, শুক্রবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ শেষে শুভ গন্ধাধিবাসের মাধ্যমে তিন দিনব্যাপি হরিনাম সংকীর্ত্তন শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি প্রভাতে নাম সংকীর্ত্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, শান্তি আশীর্বাদ, প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, আরতী কীর্ত্তন, ভোগ দর্শন ও মহা প্রসাদ বিতরন অনুষ্ঠিত হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)