ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আটো চালকের সাথে বিরোধকে কেন্দ্র করে ১ জন নিহত হয়েছেন। এহত্যা কান্ডের সাথে জড়িত থাকায় ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামে।

মামলার এজহার সূত্রে জানা যায়, শনিবার কালীবাজার থেকে নিহতের শ্যালক অটো চালক মাসুদ চুমকির বাজার আসার পথে কয়েকজন লোক অটোতে উঠতে চাইলে চালক তাদেরকে বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটার দিকে মরিচারচর নতুন বাজার ইব্রাহিম ফকিরের দোকনের কাছে মাসুদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে তাছির উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজিজুল হকের লোকজনের ওপর হামলা চালায়।

এসময় বল্লমের আঘাতে মৃত কলিম উদ্দিনের পুত্র আজিজুল হক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রোববার নিহতের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে তাছির উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার এজহারভূক্ত হাজেরা, লাইলী ও শারমিনকে গ্রেফতার করেছে।

ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

(এন/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)