মদন (নেত্রকোনা) প্রতিনিধি : শিশুদের মন মননে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোনার মদনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন রোববার শিশু শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলায় একযোগে উৎসব মূখর পরিবেশে ৯৪ টি প্রাথমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলে।

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারা ৭জন সদস্য নির্বাচিত করে শিক্ষার্থীরা। ভোটারাও সুশৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সব ধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের শিক্ষকরা।

হাঁসকুড়ি মৈধাম শহীদ কদ্দুছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্র আমির হোসেন অন্তর জানান, নির্বাচনে সর্বচ্চে ভোট পেয়ে ৩য় শ্রেণির জিন্নাত, রোকশাানা আক্তার, ৪র্থ শ্রেণিতে মারুফ রায়হান, সীমা আক্তার, ৫ম শ্রেণিতে মোঃ সাইমুন হাসান সাঈদ, পারমিনা আক্তার নির্বাচিত হয়েছে। মোট ভোটার ছিল ৮১ টি।

ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম জানান,সরকারি নির্দেশনা অনুযায়ী মদন উপজেলার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)