কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার অপহৃত স্কুলছাত্র রাশেদ (১৫) নিখোঁজের ৬ দিন পেড়িয়ে গেলেও উদ্ধার হয়নি।

প্রশাসনের তৎপরতা থাকলেও প্রকৃত ঘটনার রহস্য উন্মোচন হচ্ছে না।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাশেদ। ঘরের ভিতর থেকে দরজা লক করা থাকলেও রহস্যজনকভাবে তাকে পাওয়া না গেলে পরদিন রাশেদের পিতা আব্দুল খালেক বাদী হয়ে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।

এরপর থেকে প্রশাসনের জোর তৎপরতা থাকলেও শুক্রবার দুপুর পর্যন্ত রাশেদকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতের কারণ সর্ম্পকে পরিবারের পক্ষ থেকে পরিস্কার কিছু বলতে পারেনি।

এদিকে পাশের বাড়ির জালাল উদ্দিনের স্কুলপড়–য়া মেয়ের সাথে রাশেদের প্রেমের গুঞ্জন থাকলেও দুই পরিবার তা অস্বীকার করে। অবশ্য পুলিশ প্রশাসনের দাবি প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করেই রাশেদ নিখোঁজ হতে পারে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, আমরা প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করি দুই একদিনের মধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

(কেকে/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)