পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলা ইজতেমায় প্রায় ৫০ হাজার মুসল্লীদের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আগামী ২৭, ২৮ ও২৯ ফেব্রুয়ারি ৩ দিন পর্যন্ত চলবে এই বিশাল ধর্মিয় অনুষ্ঠানটি।

প্রায় ৩০ বছর পর আবারও বরগুনার পাথরঘাটায় ইস্তেমার জমায়েতের জন্য প্রস্তুতি চলছে বিষখালী নদীর তির ঘেষা পাথরঘাটা স্টেডিয়াম মাঠে।

মঙ্গলবার দুপুরে ওই মাঠটিতে গিয়ে চোখে পরে বিশাল এই প্রস্তুতির বাঁশ আর কাপড়ের সামিয়ানা।

আয়োজক কমিটির পক্ষথেকে পাথরঘাটা উপজেলা তবলীগ জামায়েতের আমীর আব্দুল জব্বার মুন্সী ও স্থানীয় বাসিন্ধা মো.কবির হোসেন জানান, জেলার ৬টি উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীগন এই ইস্তেমায় অংশগ্রহণ করবেন। তারা আশাপ্রকাশ করেন, জেলার বিভিন্নস্থান থেকে আসা অর্ধলক্ষ মুসল্লী দেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদগনের বয়ান শুনবেন এবং সবশেষে আখেরীমুনাজাতে অংশগ্রহন করবেন।

আগামীকাল থেকেই এখানে মুসল্লীরা আসতে শুরু করবেন বলে জানান আয়োজক কমিটি। অনুষ্ঠান ময়দানের আশেপাশে এখনই দোকাপাট আসতে শুরু করেছে। নিরাপত্তায় রয়েছে থানাপুলিশ সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহীনির সদস্যগণ।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২০)