ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী শহরের পিয়ারাখালি জামতলা এলাকায় অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির ৩টি ঘর, আসবাবপত্র, টিভি,  ফ্রিজ, নগদ টাকা ও স্বর্ণালংকার সবই ভস্মীভূত হয়। এই ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মাঝে সবকিছুই পুড়ে যায়।

জামতলার মৃত আব্দুল খালেকের বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে গ্যাসের চুলা হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা কিরন জানান, মৃত আব্দুল খালেকের টিনসেডের ওই বাড়িতে তার দই ছেলে শামীম আক্তার লিটন ও মেহেদী হাসান নয়ন পরিবার নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি ঘর এবং সবকিছু পুড়ে গেছে।

উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২০)