আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জন শুমারীতে অংশ নেয়া চাকুরী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম চৌধুরীর অফিস কক্ষে পরিসংখ্যান অফিসের মাধ্যমে জন শুমারীতে চাকুরী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন করা হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসের জুনিয়র পরিসংখ্যান সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ি উপজেলার পাঁচটি ইউনিয়নে জন শুমারীতে অংশ নেয়ার জন্য ১৫জন সুপারভাইজার ও ৯৪ জন গননাকারী পদের প্রার্থীদের বিপরীতে ৫৮৬জন প্রার্থী আবেদন করেন।

প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামকে সভাপতি করে পাঁচ সদস্যর কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ দৌলতুন্নেসা নাজমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিও লাল ঘটক।

কমিটির সদস্যরা প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছাই শেষে চুড়ান্ত বাছাইয়ের জন্য মঙ্গলবার মৌখিক পরীক্ষা গ্রহন সম্পন্ন করেন। মঙ্গলবার শেষ বিকেলে পরীক্ষা গ্রহনের এসময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

সূত্র মতে, নির্বাচিত প্রতি জন গননাকারী ১০ দিনে ৪শ খানা ঘর জরিপ করবেন। এই জন শুমারীর তথ্য অনুযায়ি সরকার তার পরিকল্পনা গ্রহন করবেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২০)