রুমা পন্ডিত
পাতার মাঝে চোখের পাতায়
লাগলো ভোরের হাওয়া
প্রথম দৃষ্টিকে সূর্য দিল
স্নেহের উত্তাপ,

দেখলাম পূব আকাশের গাঢ় রং
শুনলাম পাখির গান
বাতাসে ভেসে এলো ভ্রমরের গুনগুন
বুক ভরে নিলাম ভেজে মাটির গন্ধ।
তারপর কানে এলো,
আমাকে ঘিরে থাকা পাতাদের দীর্ঘশ্বাস,

তারপর
শেষ রাতের, শেষ না হওয়া স্বপ্নের মত
মহাশুন্যে হারিয়ে যাওয়া তারার মত
টুপ করে ঝরে পড়লাম।