রুমা পন্ডিত
শুকতারা,কালপুরুষ, সপ্তর্ষিদের কাছে
ওই তারাটা বড্ড নিষ্প্রাণ, টিমটিমে
যেন চোখেই পড়ে না
অবহেলা করার মতই।

হতে পারে তো
এই অবহেলা ক্রোধ হয়ে
জমা হচ্ছে ওর বুকে,
হতে পারে
একদিন,একটা বিশেষ মুহূর্তে
প্রবল বিষ্ফোরনে
ওর গতি লক্ষগুণ বেড়ে গেল
সেদিন হয়তো
কোটি কোটি বছরের ক্রোধ, অভিমান
তীব্র গতি নিয়ে
ওই ঝকঝকে তারাগুলোর ওপর আছড়ে পরবে
বিশাল ব্রম্ভান্ডের ক্ষুদ্র একটা তারা
ছোট্ট একটা বিদ্রহের কাহিনী লিখে যাবে
নিজের জন্য,
তারপর
হয়তে নিভে যাবে চিরতরে।