শেরপুর প্রতিনিধি : সোনালী ব্যাংক লিমিটেড শেরপুর অঞ্চলের ব্যবসা বৃদ্ধি ও গ্রাহক সেবা উন্নয়নকল্পে এক শাখা ব্যবস্থাপক ও গ্রাহক সমাবেশ হয়েছে। শুক্রবার শহরের মাধবপুর এলাকার আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লি. ময়মনসিংহ জিএম অফিসের মহাব্যবস্থাপক সরদার নূরুল আমিন।

সমাবেশে গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনীমুলক নতুন নতুন সেবা ও বিনিয়োগ এবং ইন্টারনেট সহ নানা সুবিধার ব্যাপারে গ্রাহকদের অবহিত করা হয়।

শাখা ব্যবস্থাপক ও গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লি. শেরপুর অঞ্চলের এজিএম এসএম. আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে ব্যাংকের গ্রাহক মাহবুবুর রহমান সুজা, আমদানী-রপ্তানীকারক মোস্তাফিজুর রহমান মুকুল, সিনিয়র অফিসার শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এতে সোনালী ব্যাংক শেরপুর অঞ্চলের ৯ টি শাকার শাখা ব্যবস্থাপক ও শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এ সমাবেশে গ্রাহকরা আরও সহজশর্তে ঋণ পাওয়ার দাবী জানান। সেইসাথে সকল শাখাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের আওতায় আনার দাবী জানিয়ে একস্থান থেকেই সব সুবিধা ভোগ করারও দাবী জানান।

শেরপুর অঞ্চলের সিনিয়র অফিসার শওকত হোসেন জানান, এবার শ্রেণীকৃত ঋণ আদায়ে সারাদেশে শেরপুর অঞ্চল প্রথম স্থান অর্জন করেছে। যার পরিমাণ প্রায় ১৪ কোটি টাকা। তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে বর্তমানে ৪৬ টি সেবা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই শেরপুর অঞ্চল সহ সারাদেশে সোনালী ব্যাংকের সকল শাখায় ইন্টারনেট সুবিধা চালু হবে এবং অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আসবে।

(এইচবিিএটিআর/আগস্ট ০৮, ২০১৪)