চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের হাফিজুর রহমান বড়াল নদীতে খাঁচায় মাছ করে রেকর্ড সৃষ্টি করেছেন। এক বছরে ৩০টি খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে তিনি ৭ লাখ টাকা আয় করেছেন। গত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনি জাতীয় পর্যায়ে খাঁচায় মাছ উৎপাদনে রেকর্ড সৃষ্টি করায় রৌপ্যপদক লাভ করেন।

এ অঞ্চলে তিনিই একমাত্র জাতীয় পুরস্কার পাওয়ায় ফরিদপুর উপজেলা পরিষদ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

শুক্রবার সকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁকে ক্রেস্ট প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান সাপিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, হাফিজুর রহমান বর্তমান ৫০টি খাঁচায় মাছ চাষ করছেন এবং তাঁর মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে এলকায় আরো ৪জন ১৩০টি খাঁচায় মাছ চাষ শুরু করেছেন। দেশের নদীগুলোতে এভাবে খাঁচায় মাছ চাষের আওতায় আনলে দেশে মাছের চাহিদা মিটিয়েও হাজার হাজার টন মাছ বিদেশে রপ্তানী করা সম্ভব বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

(এসএইচএম/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)