আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অফিস সহকারীদের পদোন্নতি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে এইএনও এবং এসি ল্যান্ড অফিস সহকারীরা। অফিস সহকারীদের কর্মবিরিতির কারণে দুটি গুরুত্বপূর্ন অফিসের সকল দাপ্তরিক কাজে দেখা দিয়েছে চরম স্থবিরতা। ভোগান্তিতে পরেছে সাধারণ জনগনের পাশাপাশি সংশ্লিষ্ঠ কর্মকর্তারাও।

বাংলাদেশ কালেক্টরের সহকারী সমিতির ব্যানারে ডাকা সারাদেশে অফিস সহকারীদের পদোন্নতি ওগ্রেড পরিবর্তনের দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের ডাকা কর্ম বিরতির শেষ দিন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত অফিস সহকারীরা সকাল থেকে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে।

উপজেলা পরিষদের নীচ তলায় বসে কর্মবিরতি পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রমণী রঞ্জন বিশ্বাস, মোহাম্মাদ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার কার্যালয়ের (এসি ল্যান্ড) অফিস সহকারী মো. সোহেল আমিন, মো. আলমগীর হোসেনসহ আন্দোলনকারীরা।

অফিস সহকারীরা জানান, তাদের আন্দোলনের কারণে দাপ্তরিক কোন কাজ না হওয়ায় তিন দিনের ছুটিতে রয়েছেন এসি ল্যান্ড ফাতিমা আজরিন তন্বি।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২০)