আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে নির্মাণের পরেই পয়সারহাট সেতু এলাকার পূর্ব পাড়ে ছোট বড় গর্তের কারণে দূর পাল্লার যান চলাচল ব্যাহত হয়ে ঘটছে অহরহ দুর্ঘটনা। 

জানা গেছে, উল্লেখিত আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন বেনাপোল, খুলনা, যশোর, ঢাকাসহ দুরপাল্লার অসংখ্য গাড়ী চলাচল করছে। যাত্রীবাহী ওই সকল পরিবহনে হাজার হাজার লোকজন প্রতিদিন চলাচল করছে।

এছাড়ারও ভারত থেকে আসা পন্য বোঝাই ট্রাক টলছে অহরহ। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মিত আঞ্চলিক মহা সড়কের বরিশাল অংশের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুর সড়কের পূর্ব পাড়ে এপ্রোচ সড়কে গর্ত ছোট-বড় গর্ত হয়ে গেছে। অতি সম্প্রতি এই মহাসড়ক নির্মানের কাজ শেষ করেছে এএম এন্টারপ্রাাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। মহসড়কটিতে গর্ত হওয়ায় রাতে যানবাহন চলাচল করতে গিয়ে সৃস্ট গর্তে যানবাহন পরে ঘটছে অহরহ দুর্ঘটনা।

যাত্রী ও চালকেরা জানান, সেতু নির্মানের পরে শুধুমাত্র বালু দিয়ে এপ্রোচ সড়ক নির্মান করা হয়। সামাস্য বৃষ্টিতেই বালুর মধ্যে পানি প্রবহের কারনে ছোট গর্তের আকার অল্প দিনেই বড় হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।

এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুল সাংবাদিকদের জানান, ওই এপ্রোচ সড়কসহ বিভিন্ন কাজের টেন্ডার হয়েছে। ঠিকাদার খুব শিঘ্রই নির্মান কাজ করবে। তবে কাজ শুরুর প্রথমেই এপ্রোচ সড়কের গর্তর সমাধান করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২০)