রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পিকনিক বাসের সামনের টায়ার ফেটে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে কমপক্ষে ২০জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের খোকন মালীর কফি হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শার্শার নাজমুল হোসেন ও আশেক জানান, ২০১৪ সালে নূর মোহাম্মদ সরকারি ডিগ্রী কলেজ থেকে উত্তীর্ণ হওয়া ২১ জন বন্ধু মিলে শুক্রবার সকালে সুন্দরবনে বনভোজনে যাচ্ছিলেন।

বেনাপোল থেকে ছেড়ে আসা রিজার্ভ বাসটি (যশোর-ন- ১১-১০৯৪) শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের খোকন মালীর কফি হাউজের পাশে পৌঁছালে বাম পাশের সামনের টায়ার ফেঁটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে তারা ২০জন কমে বেশি আহত হন। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। বাসযাত্রী সকলেই বিপদমুক্ত।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২০)