নিউজ ডেস্ক : বাহরাইনের একটি কংক্রিট তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বাহরাইনের ইংরেজি দৈনিক ডেইলি ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির তৃতীয় বৃহত্তম শহর মুহারকের হিদ এলাকায় একটি ‘রেডি মিক্স কংক্রিট প্ল্যান্টে’ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, নিহত দুজনের নাম বিল্লাল হোসেন (৩২) ও ইউনুস শিকদার (৩৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।“পাঁচ টন ওজনের কংক্রিটের ব্লক বহনকারী একটি ক্রেইন দুর্ঘটনাবশত স্তূপ করে রাখা কংক্রিটের ব্লকে আঘাত করলে তা শ্রমিকদের ওপর পড়ে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।”

এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ওই দুই বাংলাদেশি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর অবৈভাবে বাহরাইনে অবস্থান ও কাজ করে আসছিলেন।

তবে এ বিষয়ে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস বা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্রিবিউন লিখেছে, দুর্ঘটনার পর বাহরাইনের শ্রম মন্ত্রী জামিল হুমাইদান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেন। ওই প্ল্যান্টের কাজও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

(ওএস/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)