রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া এলাকায় ট্রলির ধাক্কায় গণেশ দাস নামের এক কৃষক নিহত হন। অপরদিকে শনিবার দুপুর’ দু’টোর দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলোর সামনে বাসের ধাক্কায় নিহত হয়েছেন গোলাপ রহমান নামের একজন দিনমজুর। 

নিহত গণেশ দাস সাতক্ষীরার তালা উপজেলার তেঘরিয়া গ্রামের দীপক দাসের ছেলে। গোলাপ রহমান সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের দুর্লভ ঢালীর ছেলে।

মৃতের স্বজনরা জানায়, শনিবার সকালে কৃষক গণেশ দাস (৪২) গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় বালিয়া ব্রেইলি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এলাকাবাসী গণেশ দাসকেকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঢ়টনায় মারা যায় গনেশ দাসের গরুটি।

এদিকে, সাতক্ষীরা সরকারি কলেজের পাশে একটি বাড়ির মাটি কাটা কাজ শষে বাড়ি যাওয়ার সময় শনিবার দুপুর দু’ টোর দিকে শহরের এসপি বাংলোর সামনে সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন পরানদহা গ্রামের গোলাপ রহমান(৫৫)। এসময় খুলনা থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস (খুলনা মেট্রো- জ-১৬৮৩) সাইকেল আরোহী গোলাপ রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

তাদের দু’জনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৯, ২০২০)