আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য কর্তৃক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করে উল্টো গৃহবধূর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই মেম্বর। ইউপি সদস্যর মারধরে গুরুতর আহত ওই গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ওই গ্রামের মতি মিয়ার ছেলে বরকত উল্লাহ চৌকিদার ওরফে মিয়া শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে রাজ্জাক বেপারীর বাড়ি গিয়ে রাজ্জাক বেপারী ও তার ছোট ভাই স্কুল ছাত্র রাতুল বেপারীকে মারধর করে। রাজ্জাক বেপারীর সাত মাসের অন্তস্বত্তা স্ত্রী কল্পনা বেগম মারধরে বাধাঁ দিতে গেলে ইউপি সদস্য বরকত উল্লাহ তাকেও মারধর করে গুরুতর আহত করে।

গুরুতর আহতাবস্থায় কল্পনাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য গৃহবধুসহ তিনজনকে মারধর করলেও নিজের প্রভাব খাটিয়ে উল্টো রাজ্জাক বেপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ইউপি সদস্য বরকত উল্লাহ গৃহবধূসহ অন্যান্যদে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা একটি কুকুর পোষেণ। ওই কুকুরটি অনেক লোকজনকে কামড়েছে। তাই জিজ্ঞাসা করতে গেলে তার উপর হামলা চালিয়েছে রাজ্জাক ও তার লোকজন। ইউপি সদস্যর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৯, ২০২০)