কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার অনবদ্য সৃষ্টি কবিতা তোমার জন্য কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

কেন্দুয়া গণসাহিত্য পরিষদ ও চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে শনিবার বিকালে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেখক রাজনীতিবিদ অধ্যাপক অপু উকিল।

কেন্দুয়া গণ সাহিত্য পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লেখক গীতিকার মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মোঃ কামরুজ্জামান চৌধুরী। আলোচক হিসেবে কবিতা তোমার জন্য কাব্য গ্রন্থের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন অধ্যাপক রণেন সরকার, কবি নেহাল হাফিজ, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার, পালা নাট্যকার রাখাল বিশ্বাস ও কবি মাহাবুবা খান দীপান্বিতা।

চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ও গণসাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক কবি জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন স্বর্ণ কিশোরী নামিরা হক দৃষ্টি ও তার দল। একক আবৃত্তি করেন, রাজশ্রী সরকার, নামিরা হক দৃষ্টি, আফনান ভূঞা নাবিল ও অন্যান্যরা।

এছাড়া একক সংগীত পরিবেশন করেন সমরেন্দ্র বিশ্বশর্মার পুত্র জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র হৃদয় কিশোর সৌরভ।

সমরেন্দ্র বিশ্বশর্মা ১৯৬৮ সনে কেন্দুয়া উপজেলা গোপালাশ্রম গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা প্রয়াত গৌরাঙ্গ চন্দ্র বিশ্বশর্মা ও মাতা মালতি রাণী বিশ্বশর্মা। ১৯৮৫ সন থেকে সংবাদপত্র জগতে বিচরণ সমরেন্দ্র বিশ্বশর্মার। বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত।

(এসবি/এসপি/মার্চ ০১, ২০২০)