গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের অ্যালোপাথারী মারপিট করে আহত করার প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকরা অবরুদ্ধ করে রাখে ওই বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে। পরে পুলিশ এসে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরের দিকে পঞ্চম শ্রেণির ৭/৮ জন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক মহল।

এক পর্যায়ে রবিবার সকালে জহুরুল ইসলাম বিদ্যালয়ে আসলে বিক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে তার রুমে অবরুদ্ধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ের অফিস রুম ঘিরে রেখে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ এস প্রধান শিক্ষককে উদ্ধার করে।

পুলিশ জানান, খবর পেয়ে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার বলেন, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

(এসআরডি/এসপি/মার্চ ০১, ২০২০)