আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

উপজেলার কালুরপাড় বাজারে রবিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রিংয়াকা ফার্নিচার দোকান সম্পূর্ণ ভষ্মিভুত হয়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

ফার্নিচারের দোকান মালিক ছবিখারপাড় গ্রামের দীনেশ বাড়ৈর কাছ থেকে ঘর ভাড়া নিয়ে সেখানে ফার্নিচারের ব্যবসা করে আসছিলো পশ্চিম সুজনকাঠী গ্রামের লাল মোহন সরকারের ছেলে প্রহ্লাদ সরকার।

প্রিয়াংকা ফার্নিচারের মালিক প্রহ্লাদ সরকার জানন, প্রতিদিনের মতো কাজ শেষে কর্মচারীরা শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শনিবার ভোর রাতে স্থানীয় জনগণ দোকানে আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দোকানটি সম্পূর্ন ভষ্মিভুত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে।

(টিবি/এসপি/মার্চ ০১, ২০২০)