সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণের কাজ শেষ হয়েছে। সংগঠণের নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে বিকেল চারটায় শেষ হয়।

প্রধান নির্বাচন কমিমণার আলমগীর হোসেন জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণের কাজ শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল চারটায় শেষ হয়। ৪৯১জন ভোটারের মধ্যে ৪৭৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি আরো জানান,নির্বাচনে এ্যাসোসিয়েশনের ২১ টি পদের জন্য ২টি প্যানেলের মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠ ও শন্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়। বিকেল সাড়ে চারটা থেকে ভোট গণনার কাজ শুরু হয়েছে। রাত ১০টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে নিশ্চিত করেন তিনি।

(আরকে/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)