হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার তকলী নামক স্থানে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে সিলেটমুখী একটি মাইক্রোবাস ও স্থানীয় একটি মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এছাড়া সকালে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দেওয়ান আলী নামে এক যাত্রী নিহত হন। এসময় ৪ জন আহত হন। অপরদিকে, হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার শিবপুর বাজার এলাকায় দ্রুতগতির ট্রাক চাপায় বাজার পাহারাদার শহীদুল ইসলাম নিহত হয়েছেন।

(পিডিএস/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)