রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি জবরদখলে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের নাম দীনবন্ধু সরকার (৫৯)। তিনি কালীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের রাখাল সরকারের ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দীনবন্ধু সরকার জানান, তাদের গ্রামের কিশোরী মিস্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ১৯৯২ সালে মারা যান। তার চিকিৎসার ব্যাপারে তিনি সার্বিক আর্থিক সহায়তা করেন। ওই সময় থেকে কিশোরী মোহন ও তার স্ত্রী নমিতার নামীয় দু’ একরের বেশি জমি তাকে দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়। বউদি নমিতার সংসার খরচ তিনি বহন করতেন। পাঁচ মেয়ের জননী নমিতা মিস্ত্রী ২০০৬ সালের মারা যাওয়ার পর তার পাঁচ মেয়েকে দু’ লাখ টাকা করে দিয়ে নমিতা মিস্ত্রীর নামে মাঠ জরিপে রেকর্ড করা প্রায় দু’ একর জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখক রামপদ চক্রবর্তীর কাছে যান।

সেখান থেকে শ্রাবন্তী ও মুরলীর স্বামীদ্বয় দলিলে সাক্ষর না করে সকল কাগজপত্র নিয়ে চলে যায়। গত বছরের ২৮ মার্চ তারা তাদের অংশের বেশি জমি প্রায় এক একর নামপত্তন করে দু’ বিঘা লতিফ মোড়লের ছেলে শহীদুলের নামে লিখে দেয়। এক মাস আগে শহীদুল জমি দখল করতে এসেন বেড়িবাঁধ কেটে দেয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় উপপরিদর্শক চিন্ময় মণ্ডল এসে উভয়পক্ষকে থানায় ডাকেন।

সেখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আগামী ২১ মার্চ নিজেই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে কোন পক্ষকেই জমিতে যেতে নিষেধ করেন। তবে জমি নিয়ে তিনি দেওয়ানী আদালতে কিশোরী মিস্ত্রী পাঁচ মেয়েকে বিবাদী করে মামলা করেন। বিষয়টি জানতে পেরে দু’ বোন মন্থরা ও সুধার অংশ তার (দীনবন্ধু) নামে সোলে করে দেয়।

তিনি অভিযোগ বলেন, সোমবার সকালে শহীদুল ও পার্শ্ববর্তী হানিফ এসে বিরোধপূর্ণ জমির বেড়িবাঁধ আবারো কাটতে শুরু করেন। বিষয়টি তিনি উপপরিদর্শক চিন্ময় মণ্ডলকে জানালে শহীদুল ও হানিফ চলে যায়। জমি দেখে বাড়ি ফেরার সময় সকাল ৯টার দিকে তিনি রাস্তার উপর ওঠা মাত্রই মোটর সাইকেল থেকে নেমে শহীদুল তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে । স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ০২, ২০২০)