কালিয়াকৈর প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদাসীনতার কারণে কালিয়াকৈরে নামে বেনামে বেশ কয়েকটি ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে। এর মধ্যে সেন্ট্রাল ক্লিনিক, শুভেচ্ছা ক্লিনিক, ন্যাশনাল হাসপাতা, দেওয়ান ডিজিটাল ক্লিনিক, সহ রুমাইছা ক্লিনিক, রাবেয়া সখিনা ক্লিনিক ইত্যাদি।

এতগুলো ক্লিনিক গড়ে উঠলেও রোগীদের মিলছেনা কাঙ্খিত সেবা ইমারজেন্সি রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যাপারে এদের রয়েছে অনীহা। এখানে শুধু সিজারিয়ান মহিলা ও নরমাল চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া শুক্রবারে কিছু ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। অনেক ক্লিনিকের নেই নিজস্ব এ্যাম্বুলেন্স ব্যবস্থা। এছাড়াও এক শ্রেণির দালাল চক্রের মাধ্যমে রোগীদের হয়রানিরও অভিযোগ রয়েছে।

আজ একটি কলেজ ছাত্র মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে সেন্ট্রাল ক্লিনিকে চিকিৎসা নিতে এলে তার চিকিৎসা না করেই তাকে অন্যকোথাও নিয়ে যেতে বলা হয়।

এ ব্যাপারে ছাত্রগন কথা বলতে গিয়ে ক্ষোভের সাথে বলে যে এখানে কোন ডাক্তার বা কেউই নেই, পরে তারা তাদের মুমূর্ষ সহপাঠীকে অন্য হাসপাতালে নিয়ে যায়।

(আই/এসপি/মার্চ ০৩, ২০২০)