সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় ছাত্রকে মারপিট করায় খোকন (৩৫) নামের এক অভিভাবককে আটক করেছে পুলিশ। আটক খোকন হোলাইগাড়ী গ্রামে হাসের আলীর পুত্র। 

জানা যায়, খোকন স্কুলে ঢুকে জাহাঙ্গীর হোসেন নামের নবম শ্রেণির এক ছাত্রকে মারধর শুরু করে। এতে ছাত্র-ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ক্লাস বর্জন করে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ খোকনকে থানায় নিয়ে আসে।

গতকাল খোকন হোসেনের পুত্র নবম শ্রেণির ছাত্র রাব্বি ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুজনের মধ্যে মারপিটের ঘটনাও ঘটে ।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, স্কুলে এ্যাসেম্বলী চলাকালীন ছাত্রকে মারপিট করায় সবাই আতংকিত হয়ে পড়ে। পরে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করি এবং ঐ অভিভাবককে রুমে রাখা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, ঐ অভিভাবককে আটক করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনা শুনার পরে পুলিশ পাঠানো হয় এবং তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(এম/এসপি/মার্চ ০৪, ২০২০)