আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ পালন, মহান স্বাধীনতা দিবস পালন ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম সভাপত্বিতে সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, অধ্যক্ষ সরদার আকবর আলী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেসা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোনে টিটু,

সভায় ২৫ মার্চ গনহত্যা দিবস, ১৭ মার্চ মুজিব শতবর্ষ পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করতে বিস্তারিত আলোচনা করা হয়।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০২০)