মুন্সিগঞ্জ প্রতিনিধি : মাওয়ার পদ্মার তীরে ৫ দিন পর জীবিত যাত্রী উদ্ধার অভিনয়ের ঘটনায় লৌহজং থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

প্রতারণা চেষ্টার অভিযোগে এ মামলা আসামি করা হয়েছে সারোয়ার নামধারী মাদারীপুর জেলার কুকরাইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে রাসেল সরদারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে।

লৌহজং থানার ওসি মো. তোফাজ্জল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার দুপুরে নিজেকে পিনাক-৬ এর যাত্রী দাবি করে ৫ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন দাবি করেন সারোয়ার নামে এক যুবক। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে তদন্তে ২০ হাজার টাকা পাওয়ার লোভে এই নাটক করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন রাসেল সরদার।

(ওএস/এইচআর/আগস্ট ০৯, ২০১৪)