গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উন্নত প্রযুক্তিতে পাটচাষ ও পাটবীজ উৎপাদনের লক্ষে উপজেলার  আদর্শ পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্বোধন ও প্রশিক্ষনার্থীদের উদ্যোশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। 

পাট অধিদপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রনালয় গাইবান্ধার অধীনে এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রংপুরের কৃষি সম্পস্রারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রেজাউল করিম, গাইবান্ধা জেলা বীজ প্রত্যয়ন অফিসার শওকত ওসমান, গাইবান্ধা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ কৃষিঅফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজার রহমান প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার ১শ’জন পাট চাষীকে উন্নত প্রযুক্তিতে পাটচাষ ও পাটবীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। শেষে পাটচাষীদের মাঝে পাটের তৈরী উন্নত মানের ব্যাগ উপহার দেয়া হয়।

(এসআরডি/এসপি/মার্চ ০৫, ২০২০)