মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে মিথ্যা মামলা প্রত্যাহার  ও গমের প্রকৃত মালিকের বিরুদ্ধে মামলার দাবিতে হেনট্রলি মালিক ও শ্রমিক সমিতি মানববন্ধন ও ইউএনও মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।  

বৃহস্পতিবার উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। প্রকৃত দোষীর বিরুদ্ধে মামলার দাবিতে রাখেন, হেন্ডট্রলি মালিক সমিতির সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ উসমান আমিন, শ্রমিক নেতা আব্দুল হক, শামীম, হারেছ, আনিছ, সজল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাদিস উদ্দিন দুলাল,মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ।

২১ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ফতেপুর ইউনিয়নের মুতিয়াখালী বাজার থেকে পুলিশ এক ট্রাক ও ৪ ট্রলি ভর্তি ৫শ বস্তা গম জব্দ করে থানায় নিয়ে আসে। মাল জব্দের পর কাইটাইল ইউনিয়ন যুবলীগ নেতা বেলায়েত হোসেন বেলারের কথা স্বীকার করে তারা। তবে মামলায় তার নাম উল্লেখ না করে শ্রমিকদের বিরুদ্ধে দেয়া হয়। এরই প্রেক্ষিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

(এএম/এসপি/মার্চ ০৫, ২০২০)