মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরের মাঝপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল খালেক (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক মাঝপাড়া এলাকার দুলু মল্লিকের ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১০৭ নম্বরের কাছে গুলি বর্ষণের এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুজিবনগর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে গরু ব্যবসায়ী আব্দুল খালেকসহ তার অপর সঙ্গীরা সীমান্তের ১০৭ নম্বর পিলারের কাছ থেকে গরু পার করতে যায়।

এ সময় ভারতের চাপড়া থানার সুটিয়া ১১৯ বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলি আব্দুল খালেকের বুকে বিদ্ধ হয়। আহত অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিন গুলিবিদ্ধ হয়ে আব্দুল খালেকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

(ওএস/এইচআর/আগস্ট ০৯, ২০১৪)