আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় শ্রমিক নেতা অরবিন্দু নিহতর ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই অশোক ওঝা।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, ৩ মার্চ রাতে বালু বোঝাই একটি ট্রলির ধাক্কায় উপজেলার জোবারপারের বড়াবাড়ি এলাকায় আগৈলঝাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার (৫০) নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের দয়াল নামের অপর একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় নিহতের ভাই অশোক ওঝা বাদী হয়ে শুক্রবার সকালে চালক, হেলপার, এবং দুর্ঘটনায় আহত অরবিন্দুকে টেনে হিচড়ে ধান ক্ষেতে নিয়ে যাওয়ার অভিযোগে চার জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেছেন, নং-৫ (৬/৩.২০)।

প্রসংগত, শ্রমিক নেতা নিহতর ঘটনায় সংগঠনের নেতা কর্মীরা বিচারের দাবিতে বুধবার ঘন্টা ব্যাপি মহাসড়ক অবেরোধ করে রেখেছিল। প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষ থেকে বুধবার রাতে নিহতর পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, ঘটনার দিন রাতেই ঘাতক ট্রলি আটক করা হয়েছে। পলাতক আসামাীদের গ্রেফতারে জোর প্রচেস্টা চলছে।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২০)