সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় শতবর্ষী প্রাচীন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে সাড়ে ৭ কোটি বাঙালী ঐক্যবদ্ধ হয়েছিল। এজন্য আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীনতা। এবার বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অসীম কুমার উকিল বলেন, ভালো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি চর্চা করে ভালো মানুষ হতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার উদ্দিন হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (অবঃ) ফারুক আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পরে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

(এসবি/এসপি/মার্চ ০৭, ২০২০)