তথ্যপ্রযুক্তি ডেস্ক : হঠাৎ করেই থমকে গেছে রিয়েলমি ৬ এবং রেডমি নোট ৮ এর উন্মুক্ত হওয়ার খবর। পিছিয়ে যেতে পারে আইফোন ১২ উন্মুক্ত করার সময়।

মোবাইলের দাম বাড়তে পারে ছয় থেকে সাত শতাংশ। কারণ করোনা ভাইরাস। এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, করোনা ভাইরাসে চীন এখন অনেকটায় বিধ্বস্ত। এখানেই তৈরি হয় শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভোসহ সেবা ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো।

ভারতের বাজারে ৫ মার্চ রিয়েলমি ৬ ও ১২ মার্চ রেডমি নোট ৮ উন্মুক্ত হওয়ার কথা ছিল। করোনা আতঙ্কের নতুন মোবাইল ফোন দুইটি কোন রকমের আয়োজন ছাড়াই অনলাইনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিনে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয় চীনে। যেখানে যেতে পারছেন না আইফোন সংশ্লিষ্টরা। এ কারণে আইফোন ১২ বাজারে আসা পিছিয়ে যেতে পারে।

করোনা আতঙ্কে বিভিন্ন মোবাইল ফোন প্রতিষ্ঠান চীনা অফিস বন্ধ ঘোষণা করেছে। যার প্রভাব পড়েছে মোবাইল উৎপাদন ও সরবরাহে।

প্রতিষ্ঠানগুলো মনে করছে, করোনার ধাক্কা কাটিয়ে উঠা সামনের দিনগুলোতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

করোনাভাইরাসের আতঙ্কে বাতিল করা হয়েছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও’। যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আগামী ১২-১৪ মে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনা আতঙ্কে এরই মধ্যে ফেসবুক নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিলের ঘোষণা করেছে। বাতিল হয়েছে এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসও।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০২০)