বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসে পালিত হয়েছে। রবিবার সকালে শহরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শ্লোগানে র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক হাসনা হেনা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুদ্দিন আহমেদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পাভিন, সনাক সভাপতি প্রফেসার আ. রব চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শরিফা খানম, উদয়নের নিবার্হী পরিচালক শেখ আসাদ প্রমুখ।

বাগেরহাটের বিভিন্ন উপজেলায়ও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসে পালিত হয়েছে।

(এসএকে/এসপি/মার্চ ০৮, ২০২০)