রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি লালন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে। শনিবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের ছলেমনের ছেলে লালন মিয়া (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার খেতারচর সীমন্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের ১০-১২ জন গরু পাচারকারি কাঁটাতারের বেড়ার ওপর আড়কি দিয়ে গরু পারাপার করছিল। এসময় ভারতের গোধূলী গাঁও ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে লালন মিয়া নামের এক গরু পাচারকারিকে ধরে নিয়ে যায়।

এর আগের রাতে (শুক্রবার) ২নং শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের মৃত নাডু শেখের ছেলে মো. আজহার আলী (৪২) কে ১০৬১-৪ সাব-পিলারের কাছ থেকে নিয়ে যায় বিএসএফ।

এব্যাপারে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক বাংলাদেশিকে মামলা করে থানায় জমা দিয়েছেন বিএসএফ।

(এ/এসপি/মার্চ ০৮, ২০২০)