নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। সে হিসাবে প্রথম ধাপে চার হাজার ইভিএম ও অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছেছে চট্টগ্রামে।

সোমবার (৯ মার্চ) সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা সরঞ্জামগুলো বুঝে নেন। বর্তমানে সেগুলো এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে রাখা হয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জান জানান, প্রথম ধাপের চার হাজার ইভিএম ও সরঞ্জাম এসেছে। ভোটকেন্দ্র ও কক্ষ অনুযায়ী বাকি ইভিএম ও সরঞ্জাম পর্যায়ক্রমে আসতে থাকবে।

এর আগে প্রতিনিধি জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর হযরত শাহ আমানতের (র) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান দুই দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে প্রথমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ও পরে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন নেতাকর্মীদের নিয়ে শাহ আমানতের (র) মাজার জিয়ারত করেন।

২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী নয় লাখ ৫২ হাজার ৩২৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ছয়জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এবারই প্রথম ৪১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ইভিএমে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।

২০১৫ সালের নির্বাচনে শুধুমাত্র জামালখান ওয়ার্ডে পরীক্ষামূলক ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(ওএস/এসপি/মার্চ ০৯, ২০২০)