কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়ায় উপজেলা  প্রশাসনের উদ্যোগে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও মুজিবর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপত্বি করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গীতিকার মো: নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সহকারি কমিশনার (ভূমি) মো: খবিরুল আহসান, ওসি মোহাম্মদ রাশেদুজ্জামা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় একই সঙ্গে দিবসের বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। তবে কোন সভাতেই ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

(এসবি/এসপি/মার্চ ১০, ২০২০)