মাওয়া প্রতিনিধি : মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে একটি বস্তু শনাক্ত করেছে উদ্ধারকারী জাহাজ জরিপ-১০। ধারণা করা হচ্চিল, এটি ছয় দিন আগে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ । প্রথমে লঞ্চটি খুঁজে পাওয়ার ব্যাপারে একটি ধারণা দিলেও পরে তারা সেখান থেকে সরে আসেন। মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে কিছু বস্তর ছবি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন চট্রগ্রাম বন্দরের কমান্ডার মঞ্জুর। তিনি চট্রগ্রাম বন্দরের চিফ হাইড্রোগ্রাফার।

এদিকে উদ্ধার কাজের সমন্বয়ক ক্যাপ্টেন নজরুল প্রথমে জানিয়েছিলেন, জরিপ-১০ জাহাজের মাধ্যমে আমরা কিছু ছবি পেয়েছি, তার উপর নির্ভর করে আমরা কাজ করছি। ছবির বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য ডুবুরি দলকে নামানো হয়েছে। এটি ছয় দিন আগে মাওয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ কিনা তা নিশ্চিত হতে কাজ চলছে।

তিনি বলেন, যন্ত্রের মাধ্যমে আমরা যেসব ছবি পেয়েছি, তাতে আমরা এখনই নিশ্চিত হতে পারছি না যে এটিই ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬।বিষয়টি নিশ্চিত হতে আরো কিছুটা সময় লাগবে।

প্রথমিক অনুসন্ধান কাজ চালানোর পরে নৌবাহিনীর কমান্ডার এবং উদ্ধার কাজের সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, পিনাক-৬ খুঁজে পাওয়ার বিষয়টি সঠিক নয়। যারা এ ব্যাপারে নিশ্চিত করে বলছেন তারা ঠিক বলছে না। পিনাক-৬ খুঁজে পাওয়ার খবরটি আসলে গুজব।

(ওএস/এটিআর/আগস্ট ০৯, ২০১৪)