ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাল্যবিবাহ বন্ধ করে দুপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

সোমবার রাতে উপজেলার রাজীবপুর গ্রামের হাটভুলসোমা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মরিচারচর গ্রামের বর পক্ষ হাট ভুলসোমাগ্রামে বিয়ে করতে আসে। ধুমধামে চলছিল খাবার ও বিয়ের আয়োজন।

খবর পেয়ে এসিল্যান্ড সাঈদা পারভীন ঘটনাস্থলে পৌঁছে অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েকে বিয়ে দেয়া এবং মেয়ের বয়স কম জেনেও বিয়ে করতে আসায় কনে ও বর পক্ষকে ৫০হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং বিয়ে বন্ধ করে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসিল্যান্ড সাঈদা পারভীন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় জরিমানা করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

(এন/এসপি/মার্চ ১০, ২০২০)