আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ীত্ব আনায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা নতুন দিনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রব হাওলাদার, কৃষ্ণ কান্ত দে, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

সিডব্লিউএফডি’র ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইকরামুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন দিনের ডিস্ট্রিক টিম লিডার মারুফ হাসান, এসএমসির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার মিথুন সিকদার প্রমুখ।

(টিবি/এসপি/মার্চ ১০, ২০২০)